আখাউড়ায় ৪ ডাকাত গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ হাবিবুর রহমান  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন ডাকাত রয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি গিটার ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের নারায়নপুর এলাকার আলী আমজাদের ছেলে সজিব, টানপাড়া এলাকার সোলেমান খার ছেলে অটো চালক মো: ইলিয়াছ মিয়া, শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মৃত আক্তার উদ্দিনের ছেলে বর্তমান বসবাস কুমারপাড়া কলোনী মো:  মিজান, উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে মো: সুমন মিয়া প্রকাশ আলী হোসেন।

রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। এর আগে শনিবার রাতে পৃথক স্থানে  অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১১ তারিক নোয়াখালীর বেগমগঞ্জের মো: ফয়জুল ইসলাম মোহন তার ৪ বন্ধুকে নিয়ে আখাউড়ায় আসেন।
বিকাল বেলায় সড়ক বাজার থেকে একটি অটো ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। হঠাৎ করে অটো চালক তার অটোতে সমস্যা করছে বাহানা দিয়ে অন্য একটি অটোতে তুলে দেয়।


বিজ্ঞাপন

ওই চালক বার বার অটো থেকে নেমে ফোনে কথা বলছেন। সন্ধ্যার দিকে তাকে হোটেলে যাওয়ার জন্য বললে চালক আরো ঘোরার জন্য তাদেরকে অনুরোধ করতে থাকে। একপর্যায় চালক মসজিদপাড়া গ্রিনচিলি রেস্টুরেন্ট হয়ে বাইপাস দিয়ে হোটেলে যেতে রওয়ানা করে। এরপর খালাজোড়া মসজিদ সংলগ্ন পাকা রাস্তার পাশের বাগানের সামনে নিয়ে যায়।

সেখানে ১৫/১৬ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘেরাও করে। তখন অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, ঘড়ি, রুপার ব্রেসলেট, নগদ টাকা, হেডফোন, বিদেশী টর্চলাইট, গিটারসহ মূল্যবান জিনিস লুটে করে নিয়া যায়। এ ঘটনার পর থানায় মামলা করলে দুইজনকে গ্রেফতার করা হয়।

আসামী সজিবকে জিজ্ঞাসাবাদ করিলে তার দেওয়া তথ্যমতে তারাগনের একটি দোকান লুট হওয়া ১ টি গিটার উদ্ধার করা হয়।  এদিকে ভোররাতে রেলওয়ে পূর্ব হরিজন কলোনীর রেলক্রসিং সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ডাকাতসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *