জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোস্তাফিজুর রহমান, (জামালপুর)  :  আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ বুধবার ৮ অক্টোবর,  মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ী এর আয়োজনে ব্যাপ্টিষ্ট- এইড বিবিসিএফ এর পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ১১৭ জন মেয়ে শিশুর মাঝে ১টি করে পুতুল, ১১০ জন ছেলেদের মধ্যে ১টি করে ফুটবল,১৫ জন চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে উপহার ও ২২৭ জনের মধ্যে নাস্তা ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মদন গোপাল পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলীম ও পাষ্টর খোকন রায় বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

এতে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বাংলাদেশ পোশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা’র সংগঠক আবুল হোসেন ভূইয়া, সরিষাবাড়ী রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক বাদশা ভূইয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর ব্যবস্থাপক সঞ্জীত বিশ্বাস সঞ্চালনা করেন । উপহার সামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *