পাইকগাছায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

পাইকগাছা প্রতিনিধি :  “শিশুদের কথা শুনব আজ, শিশুদের জন্য করব কাজ” এই প্রতিপাদ্য নিয়ে খুলনার পাইকগাছায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।


বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পলাশ হিউবার্ট বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রভাষক বজলুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা দিপল বিশ্বাস, শিল্পী রায়, মার্শিয়া হালদারসহ স্থানীয় শিশু ও শিশু ফোরাম সদস্যরা।


বিজ্ঞাপন

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সৈয়দ আবরার, দ্বিতীয় সৈয়দা তানহা এবং তৃতীয় প্রিতম মণ্ডল।

পরে একই স্থানে “জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫” উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *