গাজীপুরে বিষপানের ১৭ দিন পর সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যু !

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে বিষপানের ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক জামাল উদ্দিন (৫০)। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘আজকালের খবর’ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুর কাছে হার মানেন।


বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামাল উদ্দিন নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর গত ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে বিষপানের বিষয়টি উল্লেখ করে শাহবাগ থানাকে অবহিত করে। শাহবাগ থানা থেকে শ্রীপুর থানাকে বিষয়টি তদন্তের জন্য একটি বার্তা পাঠানো হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল লতিফ জানান, “শাহবাগ থানা থেকে পাওয়া বার্তার ভিত্তিতে আমরা জানতে পারি, সাংবাদিক জামাল উদ্দিন গত ১৮ সেপ্টেম্বর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তার পৈতৃক বাড়িতে কীটনাশক পান করেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৫ অক্টোবর পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।”


বিজ্ঞাপন

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জামাল উদ্দিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরদিন, ৬ অক্টোবর, দু’দফা জানাজা শেষে তাকে রাজেন্দ্রপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তবে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টি তার পরিবার দীর্ঘ ১৭ দিন গোপন রেখেছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে, যা স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *