গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সরকার আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।


বিজ্ঞাপন

এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন, মেডিকেল অফিসার ডা. দীবাকর বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান।


বিজ্ঞাপন

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড জ্বর শিশুদের জন্য একটি মারাত্মক সংক্রামক রোগ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। গোপালগঞ্জ জেলায় এ বছর ৩ লাখ ৪৩ হাজার ৭৩ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন

বক্তারা আরও জানান, টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে টিকাদান কার্যক্রমকে জনসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আশ্বাস দেন।

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান—নির্ধারিত সময়ে তাঁদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার মাধ্যমে টাইফয়েডের ঝুঁকি থেকে রক্ষা করতে এগিয়ে আসতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *