নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অফিস সূত্র জানায়, প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম চলাকালীন সময়ে কিছু বহিরাগত ও কর্মকর্তার অপ্রত্যাশিত উপস্থিতি প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।

সংস্থার ভেতরের কর্মকর্তারা বলছেন, “এ ধরনের অরাজক পরিস্থিতি বিদেশি ডেলিগেটসহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অফিসের ভেতরে শৃঙ্খলাভঙ্গ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।”
রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক মানবিক সংস্থা হিসেবে পরিচিত। প্রতিদিন অফিসে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০–২৫ জন বিদেশি ডেলিগেট কাজ করেন। বর্তমান অস্থিরতার কারণে তাদের নিরাপত্তা ও সংস্থার সুনামের ওপর প্রভাব পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছে, “আমরা আইনানুগ ও প্রশাসনিক সকল পদক্ষেপ গ্রহণ করছি। শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা আমাদের অগ্রাধিকার।”

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত শুরু করার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপরদিকে, রেড ক্রিসেন্টের নিরাপত্তা বিভাগ ইতিমধ্যেই হাতিরঝিল থানাকে ঘটনা সম্পর্কে অবহিত করেছে। তদন্ত প্রক্রিয়া ও প্রশাসনিক পদক্ষেপ শেষ হওয়া পর্যন্ত সকল কর্মকর্তা এবং বিদেশি ডেলিগেটদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
সংস্থা সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক সংস্থার স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।