প্রধন বিচারপতির সাথে সাক্ষাৎ করলেন সুইডেন ও নরওয়ের ৯ জন তরুণ রাজনীতিবিদ

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ সোমবার  ১৩ অক্টোবর,  বিকাল ৫ টা ৩০  মিনিটের সময়  সুইডেন ও নরওয়ের ৯ (নয়) জন তরুন রাজনীতিবিদ (Youth Politicians) বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সাথে তাঁর সরকারি বাসভবনে(১৯ নং হেয়ার রোডস্থ) সৌজন্য সাক্ষাৎ করেন।


বিজ্ঞাপন

তারা হলেন Syver Kleve Kolstad, Alice Landerholm, Arian Twana, Anton Holmlund, Dexter Krokstedt, Hanna Lindqvist, Lars Mikael Barstad Lovold, Max Pelin এবং Oda Rohme Sivertsen।

এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হাকন আরল্ড গুলব্রান্ডসেন (Mr. Hakon Arald Gulbrandsen), বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস (Mr. Nikolas Weeks) এবং United Nations Development Programme (UNDP) এর Resident Representative মি. স্টিফান লিলার( Mr. Stefan Liller)। সাক্ষাতকালে প্রধান বিচারপতি অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন।


বিজ্ঞাপন

সাক্ষাতকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *