সরাইলে জমি সংক্রান্ত বিরোধে  আহত ২০

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুদলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।


বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বারের সঙ্গে একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ  চলে আসছিল।


বিজ্ঞাপন

এর জের ধরে সকাল ১০টার দিকে ফরহাদ মেম্বার ও প্রবাসী সুমনের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন

এতে  উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতরা সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেয়।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম  বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *