এমপিওভুক্ত শিক্ষকদের মানবিক দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মো : কাদেরের 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : গতকাল  মঙ্গলবার, ১৪ অক্টোবর, জাতীয় পার্টির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন যে, জাতি হিসেবে শিক্ষকদের প্রতি আমাদের যথাযথ মর্যাদা ও সন্মান জানানো উচিত। জীবন ধারণের জন্য নূন্যতম সন্মানী না দিয়ে শুধু শুধু সন্মান জানানোর ব্যাপারটা আরো বেশি অসন্মানজনক।


বিজ্ঞাপন

তিনি বলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবিগুলো শুধু যৌক্তিকই না, মানবিকও বটে। আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ৩ টি দাবি হলো, মূল বাড়ি ভাড়া ২০ শতাংশ (নূন্যতম ৩ হাজার টাকা), চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এটা বলার অপেক্ষা রাখে না যে, মুদ্রাস্ফীতির এই সময়ে তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, আমি ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাবী করেছিলাম যে, ১৭ বছর ধরে চলমান ২৫ শতাংশ উৎসব ভাতার পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান করা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবী জানিয়েছিলাম।


বিজ্ঞাপন

আমি আশা করব, বর্তমান সরকার তাদের রাজপথ থেকে আলোচনার টেবিলে নিয়ে এসে দাবিগুলো মেনে নেবেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *