অভয়নগর (যশোর) প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে অভয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের ২দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বসত বাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে নিরাপদ শাক-সবজি উৎপাদন ও পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুষ্টি বাগান স্থাপন বিষয়ক প্রশিক্ষণ (১৩ অক্টোবর) সোমবার শুরু হয়ে (১৪ অক্টোবর) মঙ্গলবার দুপুরে শেষ হয়।
এ সময়ে দুই দিনের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন নারী-পুরুষ কে পুষ্টিগুন সমৃদ্ধি খাবার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: লাভলী খাতুন। প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার বিসিএস (কৃষি) শেখ তৈয়েবুর রহমান।

দুই দিনের প্রশিক্ষণের দ্বিতীয় দিনে শেষে প্রতি জন প্রশিক্ষনার্থীদের হাতে ১টি আম, ১টি সজিনা, ১টি কদবেল ও ১টি করে কাগজী লেবুর চারা এবং ১প্যাকেট লাউ ও ১প্যাকেট পালংশাকের বীজ বিনামূল্যে তুলে দেওয়া হয়।