র‌্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মহানগরীর চন্দ্রিমা থানাধীন নাদির হাজির মোড়ে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মো. শহিদ (৫৫) গ্রেফতার করেছে। তার বাবার নাম মৃত শামসুদ্দিন। মতিহার থানার ধরমপুর আমজাদের মোড় এলাকায় তাদের বাড়ি।
র‌্যাব জানায় গোপন সংবাদের অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর তার কাছ থেকে বিদেশী পিস্তল-১টি, ওয়ান শুটারগান-১টি, ম্যাগজিন-২টি এবং গুলি-৩ রাউন্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন