ফরিদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার হাজী শরীয়তউল্লাহ বাজারে আলুর পাইকারি আড়ত ও খুচরা দোকানে এবং রায় প্লাজায় অবস্হিত কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা দরে আলু বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। ৩০ টাকার বেশি দামে আলু বিক্রয় করলে আইন অনুযায়ী ব্যবস্হা নেয়া হবে মর্মে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সকল ব্যবসায়ী খুচরা ৩০ টাকা দামে আলু বিক্রির প্রতিশ্রুতির পাশাপাশি মূল্য তালিকা হালনাগাদ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়াও আমদানি ছাড়পত্র ছাড়া বিদেশি কসমেটিকস মজুদ ও ক্রয়-বিক্রয় করায় মুজিব সড়কের রায় প্লাজা শপিং কমপ্লেক্সে অবস্হিত ১টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, ডিএসআই, সিভিল সার্জন অফিস এবং ফরিদপুর জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে তদারকি কাজে সহযোগিতা করেন|


বিজ্ঞাপন