গোপালগঞ্জে গণফোরাম নেতা কাজী মেসবাহ উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গণফোরামের সভাপতি পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রয়াত নেতা অ্যাডভোকেট কাজী মেসবাহ উদ্দিনকে স্মরণে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ শনিবার ১৩  সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ পাবলিক হল মোড়ে কেএসপি রুফটপ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট সরদার নওশের আলী।

সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামীম, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুরাইয়া খানম, ফরিদপুর জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলি প্রমুখ।


বিজ্ঞাপন

এছাড়া স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত নেতা কাজী মেসবাহ উদ্দিনের সহধর্মিণী খালেদা ইয়াসমিন, গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, গণফোরাম নেতা এনায়েত হোসেন, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, কাজী আনোয়ার ইকবাল মিটুসহ জেলা গণফোরামের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, “প্রয়াত কাজী মেসবাহ উদ্দিন ছিলেন আদর্শিক ও ত্যাগী নেতা। তাঁর কর্ম ও আদর্শ অনুসরণ করে গোপালগঞ্জ গণফোরামকে শক্তিশালী করতে হবে। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে হবে।” তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন কোন অজুহাতে বিলম্বিত করা যাবে না। সংবিধান সংশোধন বা পরিবর্তনের জন্য কোন অধ্যাদেশ নয়, বরং তা সংসদের মাধ্যমেই হতে হবে।

তিনি বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সমর্থন জানিয়ে বলেন, “রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিকল্প নেই। ঐক্য বিনষ্টের চেষ্টাকে প্রতিহত করতে হবে।”

স্মরণসভা শেষে শহরের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় গণফোরামের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) সুব্রত চৌধুরী। আনুষ্ঠানিকভাবে তিনি এ কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *