পাবনার সাঁথিয়ায় ৫ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ দিল শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন মানবিক খবর সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ নুরুন্নবী,  (পাবনা)  :  পাবনার সাঁথিয়ায় ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য ছিল ক্যারিয়ার গাইডলাইন সেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের সেক্রেটারি ও পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি জানান, “এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন ও ক্যারিয়ারে সফলতা অর্জনের পথ সুগম হবে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা আমাদেরকে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের অনুপ্রেরণা দিচ্ছে।”


বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিভাগের সহকারী সম্পাদক এসএস মুতাসিম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মিশরের আল- আযহার ইউনিভার্সিটির শিক্ষক মুফতি আহমেদ শাওকী আফিফি, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারলিনা ইউনিভার্সিটির প্রফেসর ড. নকিবুর রহমান, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. লিয়াকত হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আল মামুন রাসেল, গার্ডিয়ান পাবলিকেসন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, তুরুস্কের খিরসেহির আহি এভরান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ইন্টারন্যাশন ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অরগাইজেশনের মহাসচিব মোস্তফা ফয়সাল পারভেজ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

‎এছাড়াও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ‌ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে, যা দেশের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *