নিজস্ব প্রতিনিধি : শনিবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার জুম্মাপাড়া,ফুল আমতলা ও ময়নাকুঠি বাজারে অভিযান পরিচালনা করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা দরে আলু বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। ৩০ টাকার বেশি দামে আলু বিক্রয় করলে আইন অনুযায়ী ব্যবস্হা নেয়া হবে মর্মে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সকল ব্যবসায়ী খুচরা ৩০ টাকা দামে আলু বিক্রির প্রতিশ্রুতির পাশাপাশি মূল্য তালিকা হালনাগাদ করেন। ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে ৩ টি প্রতিষ্ঠান কে ৫৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ময়নাকুঠি এগ্রো ইন্ডাস্টিজ লি. এ তদারকি করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ১টি টিম উপস্থিত থেকে তদারকি কাজে সহযোগিতা করেন|