নিজস্ব প্রতিনিধি : বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন এর নেতৃত্বে ঢাকার কাঁটাবন ঢালের নিউ অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রেস্টুরেন্টটিতে রান্না ও খাদ্য উপকরণ রাখতে দেখা যায়। শ্রমিকদের ছিল না কোন স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্যসনদ এবং রান্নাঘরেই তাদের বসবাস ও রাত্রিযাপন। জনস্বাস্থ্যের প্রতি তাদের এহেন উদাসীনতা এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধানসমূহ লঙ্ঘনের কারণে রেস্টুরেন্ট ম্যানেজারকে ০৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদন্ড তাৎক্ষণিকভাবে প্রদানে ব্যর্থ হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মিজানুর রহমান সিকদার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।