বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে সোমবার ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর কদমতলী, শ্যামপুর বিসিক শিল্প এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত ইউরিয়া মোল্ডিং মেলামাইন টেবিল ওয়্যার পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় যায়েদ মেলামাইন ইন্ড্রাস্টিজ, প্লট-১০, রোড-০২, বিসিক শিল্প নগরী, কদমতলী, শ্যামপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি সীলগালা করা হয়।
ঢাকা মহানগরীর মালিবাগ এলাকায় সোমবার বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন