বিশেষ প্রতিবেদক : ঘুস-দুর্নীতি ও অসাদারণের অভিেেযাগে প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানীকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মতস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ শাখা-১ থেকে গতকাল ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ এই আদেশ জারি করা হয়।

যার স্মারক নং ৩৩.০০.০০০০.১১৭.০৪.০০২.২০.৫০০। সচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়-যেহেতু, ড. মোঃ গোলাম রব্বানী (গ্রেডেশন নং-১০৩১), চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন শীর্ষক প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা-এর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিষি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে; এবং ০২। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন;
০৩। সেহেতু, উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী ড. মোঃ গোলাম রব্বানী (গ্রেডেশন নং-১০৩১), চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন শীর্ষক প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা-কে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে।

উল্লেখ্য যে, ড. গোলাম রব্বানী আওয়ামী সুবিধাবাদী একজন কর্মকর্তা। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে দলীয় ক্ষমতা ব্যবহার করে বিএনপি ঘরাণার কর্মকর্তাদের ওপর নানা বৈষ্যম্যমূলক আচরণ করেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে সমাবেশও করেন। তার বিরুদ্ধে প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়ে আছে।

সম্প্রতি রংপুরে বেগম রোকেয়া মিলনায়তনে এলডিডিপি প্রকল্পের একটি কর্মশালা অনুষ্ঠানে উপদেষ্টা ও সচিবের উপস্থিতিতে এলইডি স্ক্রীনে তথ্যচিত্র উপস্থাপনের সময় শেখ মুজিব ও গণহত্যাকারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়। এ ঘটনায় উপদেষ্টা এবং সচিব বিব্রত হন। এই ঘটনার জন্য ড. গোলাম রব্বানীকে দায়ী করা হয়েছে।