দুদক কর্তৃক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : বিআইডব্লিউটিএ- এর অতিরিক্তি প্রধান প্রকৌশলী মোঃ ছাইদুর রহমানসহ তিনজনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন।


বিজ্ঞাপন

দুদক প্রধান কার্যালয়, ঢাকা-এর পরিচালক মোঃ আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এসব আদেশ ইস্যু করা হয়েছে।


বিজ্ঞাপন

যাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এদের মধ্যে রয়েছেন মোঃ ছাইদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডেজিং বিভাগ) বিআইডব্লিউটিএ, ঢাকা, (২) শামীমা আক্তার, স্বামী-মোঃ ছাইদুর রহমান, ৩. মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক ম্যানেজার, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ সোনারগাঁও কার্যালয়, নারায়ণগঞ্জ।

নোটিশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে তাদেরকে নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১(একুশ) কার্যদিবসের মধ্যে দুদক কর্তৃক প্রেরিত ছকে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে দুদক আইনের ধারা ২৬ উপ – ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। ২০২০ সালের ২৮ অক্টোবর এসব নোটিশ ইস্যু করা হয়েছে।