নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অবস্হিত “আবুল হোটেল ” এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টটির ফ্রিজ ও রান্নাঘরে আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও যথাযথ লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং লেবেল বিহীন খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ফ্রিজ ও রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ও আইনে নির্ধারিত পদ্ধতিতে লেবেল সংযোজন করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ মিজানুর রহমান সিকদার, মনিটরিং অফিসার ইসফাক ওয়াহেদ বিন রহিম, খাদ্য বিশ্লেষক মোঃ ফারহানুল আলম এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।