আইসিটি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

অর্থনীতি জাতীয়

 

নিজস্ব প্রতিনিধি : বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যাগে দেশের সর্ববৃহৎ আইসিটি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ এর প্রদর্শনীতে ই-গভর্নেন্স জোনসহ সফটওয়্যার, ই-কমার্স, মোবাইল ইনোভেশন, বিপিও ও স্টার্ট-আপ জোন রয়েছে।


বিজ্ঞাপন

ই-গভর্নেন্স জোনে শিল্প মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার জন্য দুইটি বড় ও একটি ছোট আকারের স্টল ভার্চুয়ালি সাজানো হয়েছে। দর্শনার্থীরা Play Store হতে ‘DW 2020’ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে মেলার স্টল/বুথ পরিদর্শন করতে পারবেন।

অ্যাপস দ্বারা শিল্প মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার স্টল পরিদর্শনের একটি ভিডিও যুক্ত করা হয়েছে।