অস্ত্রসহ সন্ত্রাসী আটক

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার থানাধীন হারিছ চৌধুরী বাজার হতে পন্ডিত হাট রোড এলাকার হাজী কুদ্দুস ”স” মিলের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ১৭৫৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ রিপন (২৭), পিতা- মোঃ বাহার, মাতা- উজিবা খাতুন, সাং- দক্ষিন চর বাগ্গা, ১৬ নং দিঘী কলোনী, থানা- চরজব্বার, জেলা- নোয়াখালী’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির হাতে থাকা পাটের বস্তার ভিতর হতে ০১ টি ওয়ানশুটারগান উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।


বিজ্ঞাপন

উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার চরজব্বার থানায় ০১ টি চুরির মামলা রয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নোয়াখালী জেলার চরজব্বার থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন