নিজস্ব প্রতিনিধি : ঘটনা-১ঃ ০১/০১/২০২১ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর কর্মপরিকল্পনায় পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি তাজহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাজহাট থানাধীন মর্ডান মোড়স্থ শহীদ মিনারের পূর্ব পার্শ্বে অবস্থিত মর্ডান ফার্মেসী নামক দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার উপর হতে আটক আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ রাজু(১৪) এর হেফাজত থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন
ঘটনা-২ঃ ০১/০১/২০২১ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন বেনুঘাট এলাকা হতে জনৈক আব্দুল লতিফ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৯৩ বোতল ফেনসিডিল ও ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ আসামী ১। মোঃ অজিয়ার রহমান(৩০), পিতা- হামেজ আলী, সাং- বেনুঘাট, সিটি করপোরেশন ৭ নং ওয়ার্ড , থানা-হারাগাছ, রংপুর-কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামী- রাজা, পিতা- জরিপ উদ্দিন, সাং- ময়নাকুঠি, ওয়ার্ড -৭ রংপুর মহানগর ও অজ্ঞাত ০১ জন আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ করুন-
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)- (০১৩২০-০৭৩৬৬১)।