নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি), র্যাব ফোর্সেস সদর দপ্তর এবং সকল র্যাব ফোর্সেস এর নির্ধারিত কর্মসূচির মধ্যে শনিবার র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। অত্র ব্যাটালিয়ন কর্তৃক নির্ধারিত ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন জামিয়া ফারুকিয়া মাদ্রাসার ৫০০ এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়। এ সময় ব্যাটালিয়নের অফিসার, অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর র্যাব সদস্যদের অংশগ্রহণে করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি করা হয়। খাবার গ্রহণের পূর্বে অফিসার ডিএডি ও অন্যান্য র্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও তার শহিদ পরিবারবর্গের জন্য রুহের মাগফেরাত কামনা, দেশের শান্তি-শৃঙ্খলার উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।