নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটিতে রাস্তা মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জিএম আহসানুল কবীর এর নেতৃত্বে বুধবার এ অভিযান পরিচালিত হয়। দুদক টিমের সরেজমিন অভিযানে রাঙ্গামাটির ঘাগড়া-চন্দ্রঘোনা-বান্দরবান সড়কের ৪টি স্পটে ২০১৯-২০ অর্থবছরে ইজিপি টেন্ডারের মাধ্যমে জরুরী ভিত্তিতে মেরামতকৃত সড়কের কাজটি খতিয়ে দেখে। টিমের উপস্থিতিতে স্থানীয় জনসাধারণ উক্ত নির্মাণকাজের নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিস্তারিত যাচাইয়ের উদ্দেশ্যে দুদক টিম ইজিপি আইডি নং- ২০২৭৯৪, ৪০২৮১০, ৪৩৬৩৭০ ও ৩৯২৪৫১ এই ৪টি কাজ, যার বিপরীতে সর্বমোট ১ কোটি ৩৬ লাখ প্রদান করা হয়েছিল, এর বিস্তারিত নথি সংগ্রহ করে। সংগৃহীত নথিপত্র যাচাইপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য ৫ দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।