মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে আজ মঙ্গলবার ১৯শে আগস্ট, দুপুর ২ টায় স্বনামধন্য নওগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,জেড,এম, শামিউল হক।বিতর্ক কর্মশালার প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে ছিলেন RUDF এর সাবেক সভাপতি, এড, আনন্দ শংকর রায় চৌধুরী।
অন্যান্য বিচারক হিসেবে ছিলেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সুমন ও নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাফাড়েত জামিল।

এই বিতর্ক কর্মশালায় শিরোনাম ছিল ” আইন নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে “। এই শিরোনামের পক্ষে ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এই শিরোনামের বিপক্ষে ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।

বিতর্ক কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য দুইটি বিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হানিফ মোঃ আব্দুল কাদের।
এই ধরনের মহৎ অনুষ্ঠান প্রতি বছর নিয়মিত হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন সহ মানসিক বিকাশ ঘটাবে।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হান্নান। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।