কুড়িগ্রামে যুব নারীদের হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ বুলবুল ইসলাম, (কুড়িগ্রাম)  : কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বেকার অসহায় দরিদ্র যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ ও ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়ণে এ সব সেলাই মেশিন প্রদান করা হয়।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ১৯ আগস্ট, বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যুব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ প্রশিক্ষণার্থীরা।


বিজ্ঞাপন

প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্সুয়ালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামে চরাঞ্চলের বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণটি নারীদের জীবন মান উন্নয়নে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে বিনামুলে সেলাই মেশিন পেয়ে খুশি যুব নারীরা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *