সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান জানাজা নামাজে অংশ নেওয়ার সময় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৫ জানুয়ারী) সকাল ১১টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান ৫নং ওয়ার্ডের বাসিন্দা বাউসী পপুলার জুট মিল এলাকার আঃ কদ্দুসের জানাজায় অংশ নেন। জানাজা নামাজের আগ মুহুর্তে মেয়র প্রার্থী একদল দুর্বৃত্তের হামলার শিকার হন বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামীলীগের নৌকা মেয়র প্রার্থীর সমর্থকদের হামলায় মেয়র প্রার্থী ফজলুল হক খানসহ ৩জন আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে ফজলুল হক খানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয় বলে তার সমর্থকরা জানান।
স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান বলেন, সকাল ১১টার দিকে বাউসী পপুলার এলাকার আঃ কদ্দুসের জানাজায় অংশ নিয়ে যাই। জানাজা নামাজের আগমূহুর্তে প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী মনিরের লোকজন আমার উপর অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তার ভাতিজা গুদু মিয়া আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই।
এ বিষয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মনির উদ্দিন বলেন, ফজলুল হক খানের উপর হামলার ঘটনায় আমার কোনো ভাতিজা বা আমার কোনো সমর্থক জড়িত নয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, হামলায় আহত স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খানকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ফজলুল হক খানের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী সরিষাবাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির উদ্দিন, ধানেরশীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এবং নারিকেল গাছ প্রতিক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) ফজলুল হক খান প্রতিদ্বন্দ্বিতা করছে।