বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান : তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা  : বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ  সোমবার (১৮ আগষ্ট) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌর শহরের ১ নং ওয়ার্ডে অবস্থিত জাহানারা ক্লিনিককে ১ লক্ষ টাকা, , ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা  ও গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুল্য তালিকা না থাকা, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার না থাকা ও ফায়ার লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পৌর শহরের ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মুল্য তালিকা না থাকা, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার না থাকা ও ফায়ার লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের এরকম অভিযান অব্যাহত থাকবে


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *