নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের সম্প্রতি ঘোষিত নতুন কমিটি থেকে বিতর্কিত ১৯ জনকে শনাক্ত করে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। বুধবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাই-পূর্বক উক্ত পদসমূহ পূরণ করা হবে।
বহিষ্কৃতদের সম্পর্কে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, আমরা এ মূহুর্তে আমরা তালিকা প্রকাশ করতে চাচ্ছি না। কারণ তারা সামাজিকভাবে হেয় হতে পারে। আমরা ব্যক্তিগতভাবে বহিষ্কৃতদের চিঠি দিয়ে দেব। এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অভিযুক্তরা তাদের স্বপক্ষে যুক্তি দেখালে সেটি বিবেচনা করা হবে।