জালালাবাদ থানায় মার্চ-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি : সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশ এর জালালাবাদ থানার প্রাঙ্গণে জালালাবাদ থানার মার্চ-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম। সহকারী পুলিশ কমিশনার জালালাবাদ থানা নির্মলেন্দু চক্রবর্তী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) বি.এম.আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রসাশন) সুদর্শন কুমার রায়, জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, যানযট নিরসন, গরু চুরি প্রতিরোধে করণীয় সম্পর্কেও খোলামেলা আলোচনা করেন এবং সকলে মিলে একযোগে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনগণের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মেলবন্ধন সৃষ্ঠি করার জন্য আহবান জানান। এজন্য তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলেন। যদি কেউ প্রকাশ্যে তথ্য জানাতে ভয় পান তাহলে গোপনে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। প্রতি মাসের ১৫ তারিখে জালালাবাদ থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।


বিজ্ঞাপন