নিজস্ব প্রতিনিধি : অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট লেনদেন হবে এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকষ টিম ২৪/০৩/২০২১ ইং তারিখ বিকেল আনুমানিক ৩.০০ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন (২০), পিতা- কালা মিয়া, মাতা-রশিদা বেগম,সাং-উত্তর লম্বরী, ওয়ার্ড-০২,টেকনাফ সদর ইউনিয়ন ,থানা-টেকনাফ ও জেলা- কক্সবাজার নামীয় একজন মাদক ব্যবসায়ী আটক করে। এসময় তার কাছ থেকে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮(সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া একই দিন অপর এক অভিযানে কক্সবাজার সদর মডেল থানাধীন মেম্বারেরঘাটা মেরিন ড্রাইভ রোডস্থ আবদুল্লাহ স্টোর নামীয় দোকানের সামনে হতে মোঃ লুতু মিয়া (২৭), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- পূর্ব কলাতলী ঝিরঝিরিপাড়া, ০১ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর নামীয় একজন কুখ্যাত মাদক বিক্রেতাকেও ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোঃ সহিদুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোঃ লুতু মিয়াকে আসামি করে কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।