নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। বাংলাদেশের এই স্বাধীনতা যার হাত ধরে এসেছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের এক বিশাল প্রতীক এবং নিরন্তর প্রেরণার উৎস হলেন বঙ্গবন্ধু। তিনি ছিলেন বাংলাদেশ আন্দোলনের অবিসংবাদিত নেতা। বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি প্রায় সিকি শতাব্দী সংগ্রাম করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন এবং তারই ফলে মানুষের মনে তার চিন্তা-চেতনা গভীরভাবে প্রভাব ফেলে এবং ধাপে ধাপে সময়োপযোগী সিদ্ধান্ত ও নির্দেশনার মাধ্যমে তিনি বাংলাদেশ আন্দোলনকে রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে উন্নীত করেন। ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে আজ জুমবাংলার বিশেষ লাইভে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক এবং জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনায় আছেন আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর আর সমন্বয়ে প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল।