দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-এর বিরুদ্ধে গ্রামীণ জনপদ উন্নয়ন প্রকল্পের কাজে কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনের চেষ্টা ও দুর্নীতি গোপন করতে কাজের তদারককারী প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের ঘুষ দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল এর উপসহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ (২৮-০৩-২০২১ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। এ সময় সরেজমিনে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহ পরিদর্শন এবং উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়কারী কর্মকর্তার দপ্তর হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে দুদক টিম। এছাড়া টিম উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাসহ প্রকল্পের কাজ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কথা বলেছে। অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহে বিভিন্ন খাতের বরাদ্দ ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হয়েছে কি-না; সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে কি-না; এবং কোন খাতে কি পরিমান অর্থ ব্যয় করা হয়েছে তা পর্যালোচনা করে। অভিযানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত প্রকল্পসমূহের অনিয়মসমূহ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে সে বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুমতি চেয়ে কমিশন বরাবরে প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


বিজ্ঞাপন

এছাড়া, এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪ জেলা প্রশাসক (ভোলা-ফরিদপুর-খাগড়াছড়ি ও ময়মনসিংহ), নির্বাহী প্রকৌশলী, এলজিইডি এবং ০২ উপজেলা নির্বাহী অফিসার (মুরাদনগর-কুমিল্লা ও উল্লাপাড়া-সিরাজগঞ্জ) বরাবর দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।