নিজস্ব প্রতিনিধি : আমি লেখক নই, একজন পাঠক মাত্র। সময় পেলেই পড়ি। অবশ্য মাঝে মধ্যে ফেইসবুকে টুকটাক লিখি। নিজের জন্যই লিখি। বড়জোর, আমাকে ফেইসবুক লেখক বলা যায়। বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, বন্ধু ও স্বজনদের চাপ ছিল প্রকাশনায় যেতে। আমি বরাবরই রিলাকটেন্ট ছিলাম। বই লিখার মত বিদ্যা কিংবা পারঙ্গমতা কোনটাই আমার নাই। কিন্তু স্নেহভাজন সংবাদ কর্মী ও লেখক জামশেদ নাজিমের ‘চাপে’ এবং ‘শব্দশৈলী’ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ইফতেখার আমিনের অনুরোধে শেষ পর্যন্ত ‘অনুরোধে ঢেঁকি গিলেই’ ফেললাম। তবে ছাপার অক্ষরে বইটি হাতে পেয়ে মনে মনে পুলক অনুভব করি নাই তা কিন্তু নয়। তবে সেই সাথে লিখার মান নিয়ে কিছুটা বিব্রতও বটে।
পূনশ্চঃ করোনার প্রকোপ বহুগুণ বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।