মাদকসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় এসআই(নিঃ)/ আবুল হোসেন, এসআই(নিঃ)/ অমিত সাহা, এসআই(নিঃ)/ নাজমুল আলম, এএসআই(নিঃ)/ রিমন খান এবং রাত্রীকালীন সিয়েরা-৩৪ এর অফিসার এএসআই(নিঃ)/৩৩০ আল আমিন, কং/৬৬৭ রেজওয়ানুন্নবী রাজু কং/৯১৫ শীতল দাস সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পান যে, এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া সাকিনস্থ লাখাউড়া পয়েন্ট এর নিকটবর্তী চা-বাগানের পাশে কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া সাকিনস্থ লাখাউড়া পয়েন্ট এর নিকটবর্তী চা-বাগানের পাশে আসামী ১। আব্দুল খালিক (৫৫), পিতা-মৃত বহর মিয়া, সাং-লাখাউড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর বসত ঘরের সামনে ২২.২৫ ঘটিকার সময় উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী আব্দুল খালিক সহ কতিপয় ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আসামী আব্দুল খালিককে আটক করেন। পুলিশ দেখে দৌঁড়ে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে আসামী কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগন সহ ধৃত আসামী আব্দুল খালিক (৫৫) এর বসত ঘরে প্রবেশ করে আসামীর দেখানো মতে বসত ঘরের কাঠের তৈরী আলমীরা তল্লাশিত করে (ক) কাগজে মোড়ানো ১৪(চৌদ্দ) পুরিয়া গাঁজা এবং ০১টি প্লাস্টিকের তৈরী বক্সে রক্ষিত ১৫(পনের) গ্রাম গাঁজা, (খ) গাঁজা বিক্রয়লব্দ সর্বমোট নগদ ৬,৫৭০/-(ছয় হাজার পাঁচ শত সত্তর) টাকা, (গ) একটি গোলাকার কাঠের টুকরা ও একটি লোহার তৈরী ধারালো বাটাল, যাহা গাঁজা কাটার কাজে ব্যবহৃত হয় এবং (ঘ) ১৭(সতের) টি কাগজের টুকরা যাহা গাঁজার পুরিয়া তৈরীতে ব্যবহৃত হয়, উদ্ধার পূর্বক ১৬/০৪/২০২১খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করতঃ জব্দ তালিকা প্রস্তুত করেন এবং জব্দতালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত মাদকদ্রব্য (গাঁজা) হেফাজতে নিয়ে থানায় এসে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-২৪, তাং-১৭/০৪/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু হয়। মামলা তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


বিজ্ঞাপন