মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে  ৫১,০০০ ইউএস ডলারসহ ১ জনকে আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (চুয়াডাঙ্গা)  : আজ শুক্রবার  ১৫ আগস্ট,  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুরের মুজিবনগর উপজেলার অন্তর্গত আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার ভারতে পাচার হবে।


বিজ্ঞাপন

সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির আভিযানিকদল সীমান্ত মেইন পিলার ৯৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলা নামক স্থানে এ্যাম্বুশ করে।


বিজ্ঞাপন

আনুমানিক দুপুর ১২ টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র আভিযানিকদল ১ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘাসের বস্তা নিয়ে শুন্যলাইন এলাকা হতে বাইসাইকেলযোগে ফাশিতলা এলাকা দিয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখে। উক্ত ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে।


বিজ্ঞাপন

টহলদল আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা ঘাসের বস্তাটি খুলে তার ভেতর অভিনব কায়দায় লুকানো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ০৫টি প্যাকেট জব্দ করে।


বিজ্ঞাপন

জব্দকৃত প্যাকেট হতে ৫১,০০০ ইউএস ডলার উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় উক্ত ব্যক্তির নিকট হতে ০১টি বাইসাইকেল ও ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় । উদ্ধারকৃত ইউএস ডলারসহ অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬২,০১,৫৪০ (বাষট্টি লক্ষ এক হাজার পাঁচশত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত ইউএস ডলার আদালতের আদেশমূলে মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *