দুর্গম দ্বীপের মানুষের স্বপ্ন পূরণ

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ভোলা ও পটুয়াখালির বিচ্ছিন্ন দুর্গম দ্বীপের মানুষের স্বপ্ন পূরণের কাজ এগিয়ে চলছে। তাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাচ্ছে। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ মূল মন্ত্রকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়নের জন্য বিচ্ছিন্ন, দুর্গম দ্বীপের মানুষের কাছেও বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় চরাঞ্চল/দ্বীপাঞ্চল মুজিবনগর, চর কাজল, চর বিশ্বাস, চর বোরহান ইউনিয়নের ২১,০০০ গ্রাহক ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ১৩,০০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য ১৪.৫ কিলোমিটার ৩৩ কেভি লাইন ও তেতুলিয়া নদীর তলদেশে স্থাপিত ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবল এবং ১টি ৩৩/১১ কেভি, ১০ এমভিএ উপকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সম্প্রতি।


বিজ্ঞাপন