নিজস্ব প্রতিবেদক : বিএনপির কারণেই দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কেউই নিরাপদে নেই। ইলিয়াস আলীকে কারা গুম করেছে, মির্জা আব্বাসের কল্যাণে দেশবাসী জেনেছে। আসলে বিএনপির রাজনীতির কারণে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না।’
বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত আলেম ওলামা ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘যেই বিএনপি ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালায়, গুম, খুন করে, তাদের কারণেই দেশের মানুষকে নিরাপত্তা দেয়া কঠিন।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মধ্যে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। বিএনপিসহ যারা সরকারের সমালোচনা করে তারা তো মানুষের পাশে নেই। তাদেরকেও জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস বক্তব্য রাখেন।