লুবনান এর বিরুদ্ধে ভ্যাট ফাঁকি মামলা

অপরাধ আইন ও আদালত

আজকের দেশ রিপোর্ট : ভ্যাট গোয়েন্দার অভিযানে বৃহৎ পোশাক বিপননকারী প্রতিষ্ঠান ‘লুবনান’ এর বিরুদ্ধে ৪.৬০ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়েছে, খবর সংশ্লিষ্ট সুত্রের। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটিতে অভিযান করা হয়েছিল।


বিজ্ঞাপন

তদন্তশেষে মঙ্গলবার নানা অনিয়ম ও ভ্যাট ফাঁকির কারণে মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির মূলত তিনটি ব্রান্ড: রিচম্যান আ্যাপারেলস, ইনফিনিটি মেগা মল ও লুবনান এথনিক উইয়ার।

রাজধানীর বড় বড় শপিংমলসহ সারা দেশে ১০৮টি বিপনী কেন্দ্র রয়েছে।

একজন গ্রাহকের সুনির্দিষ্ট ভ্যাট ফাঁকির অভিযোগ থাকায় একজন সহকারী পরিচালক এর নেতৃত্বে ভ্যাট গোয়েন্দার একটি গোয়েন্দা দল অভিযান পরিচালনা করেছিল।

তদন্তে প্রমাণ পাওয়ায় মামলাটি রুজু করা হয়।