কেএমপিতে বদলি জনিত বিদায় সংবর্ধনা

খুলনা

খুলনা থেকে মামুন মোল্লা : মঙ্গলবার সাড়ে ৪ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা এঁর সভাপতিত্বে কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. জাহাংগীর আলম এর অতিরিক্ত পুলিশ যশোর হিসাবে বদলি জনিত পদায়ন উপলক্ষে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন

কেএমপি’র এই বিচক্ষণ বিদায়ী অতিথির বিদায় উপলক্ষে উপস্থিত শীর্ষ পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি’তে অবস্থানকালীন কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এ-সময় পুলিশ কমিশনার তাঁকে ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের জন্য উপদেশ প্রদান করেন।


বিজ্ঞাপন

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।