নিজস্ব প্রতিনিধি : সূত্রঃ কুলিয়ারচর থানার মামলা নং-০৩, তাং-০৫/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/১৮৬/২৮৩/৩২৩/৩২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৪৪০/৪২৭পেনাল কোড, তৎসহ ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন( সংশোধনী/১৩) এর৬(২) এ-র(অ)/( আ)/( ই)/( ঈ)/১০/১১/১২/১৩..সংক্রান্তে কুলিয়ারচর থানাধীন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবের বাসভবন ও উপজেলা ভূমি অফিস হেফাজত সংক্রান্তে ভাংচুর এর মামলার ভিডিও ফুটেজে সনাক্তকৃত ও তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মাসুদ মিয়া(৩২), পিতা- খুর্শিদ মিয়া, সাং- বড়খারচর, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জকে ২৪/০৫/২০২১ তারিখ কুলিয়ারচর থানাধীন বড়খারচর বাজার হতে গোপন সংবাদের ভিত্তিতে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সিআইডি কিশোরগঞ্জ টিম এর সহায়তায় গ্রেফতার করা হয় । উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন উক্ত মিছিল সমাবেশে যোগদানের কথা স্বীকার করে এবং তার সাথে যোগদান করা আরো কয়েকজনকে সনাক্ত করে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে মামলার ঘটনায় মিছিল সমাবেশে যোগদানের কথা স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।