নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মামলা নং ২১, তারিখ- ২০/০৭/২০১৬খ্রি: , ধারা – ৩০২/৩৪ পেনাল কোড মামলাটি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃপক্ষের নির্দেশে সিআইডি দ্বারা তদন্ত চলিতেছে। মামলাটি একটি ক্লু- বিহীন মামলা ছিল এবং আসামীও ছিল অজ্ঞাত। সিআইডি দ্বারা মামলাটি তদন্তকালীন প্রথমে মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ঝুমন নামে একজন আসামীকে গত ১০/০৪/২০১৮খ্রি: গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয় এবং উক্ত আসামীর ফৌ:কা:বি: ১৬৪ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী রের্কড করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উল্লেখিত ও ঘটনায় জড়িত আসামী মিন্টু মিয়া(৩৭) কে গ্রেফতার পূর্বক ২৪/০৫/২০২১খ্রি: বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয় এবং ফৌ:কা:বি: ১৬৪ ধারা মতে উক্ত আসামীরও স্বীকারোক্তিমূলক জবানবন্দী রের্কড করানো হয়। উল্লেখিত ০২জন আসামীর প্রদত্ত জবানবন্দীও একই। যার ফলে মামলার প্রকৃত রহস্যও উদঘাটিত হয়। বিশেষ পুলিশ সুপার মাসুদ আহাম্মদ,বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তদন্ত কাযর্ক্রম পরিচালিত হওয়ায় অজ্ঞাত ক্লু-বিহীন মামলাটির প্রকৃত রহস্য উদঘাটন অত্যন্ত সহজ হয়। মামলার তদন্ত অব্যাহত আছে।