নড়াইলে ভাঙ্গা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন পুলিশ সুপার

সারাদেশ

মোঃ রফিকুল ইসলাম, নড়াইল : বৃহস্পতিবার নড়াইল-মাগুরা মহাসড়কের পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর হতে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত রাস্তা ভেঙ্গে জলাবদ্ধতা ও জনভোগান্তি সৃষ্টি হওয়ায় নড়াইলের পুলিশ সুপার নীজ উদ্দোগে ভাংগা – চোরা গর্তে পরিপূর্ণ রাস্তা মেরামত করে জন ভোগান্তি দুর করলেন, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

নড়াইল মাগুরা মহাসড়কের পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর হতে পুলিশ সুপারের কার্যালয় পরযন্ত রাস্তা ভেঙে খানা খন্দক ও জলবদ্ধতার সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

বিষয়টি পুলিশ সুপার এর দৃষ্টিতে আসে এবং তিনি অবগত হন প্রতিনিয়ত ওই স্থানে পথচারী, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন দূর্ঘটনার শিকার হয়ে থাকেন ।

পুলিশ সুপার নিজ উদ্যোগে নিজে উপস্থিত থেকে ইট দিয়ে রাস্তার গর্ত ভরাট বা জলাবদ্ধতার নিরসন করেন। এর ফলে জনমনে স্বস্তি ফিরেছে এবং জন ভোগান্তি হতে মানুষ পরিত্রাণ পেয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার ওসি, ওসি (অপারেশন) সহ অন্যান্য অফিসার এবং সদর ট্রাফিক বিভাগের সকল টিআই ও অন্যান্য অফিসার।