অগ্রিম টাকা নিয়ে ভোক্তার সাথে ব্যবসায়ীর প্রতারণা!

অপরাধ

অভিযোগ করে ফেরত পেলেন এক লক্ষ টাকা
নিজস্ব প্রতিনিধি : ১৩ এপ্রিল ২০২১ তারিখে জনাব সাদিকুল ইসলাম সোহা মানিকগঞ্জ জেলার শহীদ রফিক স্মরণীতে অবস্থিত মেসার্স আনোয়ার কর্পোরেশন নামক প্রতিষ্ঠানকে টাইলস ক্রয় বাবদ অগ্রিম ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রদান করেন। প্রতিষ্ঠান মালিক বিভিন্ন সময়ে টাইলস প্রদান করার কথা বললেও টাইলস প্রদান করেননি। বিভিন্ন মারফত চেষ্টা করে ও অভিযোগকারী টাইলস বা টাকা কোনটাই পান নি!! ভোক্তা প্রতারণার স্বীকার হয়ে গত ০৬ জুন ২০২১ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ৭ জুন জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌস এর নির্দেশনায় অভিযুক্ত প্রতিষ্ঠান মালিককে শুনানীর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মানিকগঞ্জ কার্যালয়ে ডাকা হয় এবং শুনানি শেষে এক দিনের মধ্যে টাইলস বাবদ অগ্রীম নেয়া টাকা অভিযোগকারীকে ফেরত দিতে নির্দেশনা প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়। অভিযোগকারীকে তাঁর প্রাপ্য সমুদয় অর্থ কাল হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন