আসিফ ইকবাল বিদ্যুৎ
তোমাদের শহরে আজ বের হয়েছিলাম,
অদ্ভুত সব রঙ আর রঙধনু!
পূর্ণ ননীযুক্ত মিষ্টান্ন ভান্ডার দেখলাম, পুর্ন বানান ভুল,
ভেতরের ননীকে দেখা হয়নি!
একটা বাড়ী দেখলাম, ভেতর থেকে দুয়ার বন্ধ,
মরচে পড়ে বেরঙ হয়ে যাওয়া ছোট্ট
একটা লোহার গেট, এমন কেতাদুরস্ত জায়গায়
বেমানান লাগছে তাকে।
বাড়ির অধিকর্তার মত সেও হয়তো ঢের লজ্জায় থাকে,
তার প্রতিবেশী ঢাউস গেটের ধাতব দেহ, সেখানে সূর্য্যের আলো প্রতিফলিত হয়ে এই হতদরিদ্রের ক্লান্ত মুখে এসে পড়েছে,
সে প্রাণপণে চাইছিলো যেন কোনভাবেই আমি তার দিকে না তাকাই,
আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম,
আর ঠিক সেই সময় অলস ভঙ্গীতে বসে থাকা চারটা কুকুর খেঁকিয়ে উঠলো ভেতর থেকে,
না, আমার ভেতর থেকে নয়, মরচে পড়া গেটের পশ্চাদ্দেশ থেকে,
জমকালো কোথাও অথবা নরম বিছানায় তাদের
জায়গা হয়নি বলে আমাকে সাফ জানিয়ে দিল, নিতান্ত অবহেলায়।
আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি,
বললাম, এক জীবনে এই তো কটা দিন, তাও চলে যাবে!
গেট পার হয়ে সামনে এগিয়ে গেলাম, ঔষধের দোকানে বেজায় ভীড়,
ভেতরে আলোর বান, তার সাথে বানভাসি মানুষগুলো!
মানুষ সুখে নেই,
অগণিত উৎকণ্ঠিত মুখ আমার চারপাশে! তবুও
শো মাস্ট গো অন।