নিজস্ব প্রতিনিধি : প্রত্যন্ত হাওড় অঞ্চল ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সুবিশাল জলরাশির বুকে প্রায় ৩০ একর জায়গায় তৈরি পুকুরের তীর ঘেঁষে ব্যক্তিগত উদ্যোগে তৈরি হচ্ছে নান্দনিক অবকাশ যাপন কেন্দ্র ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। পাখির চোখে দেখলে যা অনেকটা দ্বীপের মতো দেখায়।
হাওড় অঞ্চলের প্রথম বানিজ্যিক রিসোর্ট হিসেবে এই বর্ষা মৌসুমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে রিসোর্টটি।
বর্ষা মৌসুমে প্রেসিডন্ট রিসোর্টের নান্দনিক কটেজগুলোর দক্ষিনে প্রায় ১০-১৫ কিলোমিটার বিস্তীর্ণ জলরাশি রিসোর্টে আগত হাওড় প্রেমিকদের চোখ জুড়াবে। রিসোর্টের কটেজগুলো থেকেই উপভোগ করা যাবে এই নান্দনিক দৃশ্য।
সেবার ব্রত নিয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ উদ্ভোধনের দিনক্ষন খুব শীঘ্রই ঘোষনা করা হবে।
বর্ষা মৌসুমে যাতায়াতের মাধ্যম নৌকা ও স্পিডবোট।
তবে শুকনা মৌসুমে মোটর সাইকেল বা গাড়িযোগ অনায়েসে যাওয়া যাবে।