নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওষুধের লেভেল না থাকায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার কচুয়া বাজারে ‘ডক্টর’স কামাল মেডিকেল সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার কচুয়া বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় ওই প্রতিষ্ঠানে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
কিছু ওষুধের গায়ে কোনো লেভেল পাওয়া যায়নি। ওষুদের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, খুচরা বিক্রয়মূল্য কিছুই পাওয়া যায়নি।
এছাড়া এমন অনেক মেডিসিন পাওয়া যায় যার উৎপাদন ও মেয়াদের তারিখ মুছে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটির ড্রাগ লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হলেও নবায়ন করা হয়নি।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি জানান, ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যেসব ত্রুটি পাওয়া গেছে তা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইন মোতাবেক প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।