নিজস্ব প্রতিনিধি : জলঢাকা থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ৩ বছরের শিশু ফিরে পেল তার মায়ের কোল, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
অভিযোগ সূত্রে জানা যায় যে,নীলফামারীর জলঢাকা থানা এলাকায় বসবাসকারী (ছদ্মনাম) লিমা বেগম (২১), এর স্বামী (ছদ্মনাম) দেলোয়ার হোসেন(২৬) গ্রামঃ গড়ের ডাঙ্গা-কৈমারী, থানাঃ জলঢাকা, জেলাঃ নীলফামারী।
উক্ত নারীর সঙ্গে তার স্বামীর দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে ৩ বছর বয়সী শিশু বাচ্চাটিকে তার কাছ থেকে সরিয়ে অন্যত্র আটকে রাখে তার স্বামী।
এমন অভিযোগের ভিত্তিতে জলঢাকা থানার এস আই পলাশ অধিকারী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শিশুটিকে উদ্ধার পূর্বক যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় জলঢাকা থানা পুলিশ।