নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সীমান্তের এপারে নিয়ে আসা ১৩ লাখ টাকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের,সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার ভোররাতে এপারে মদের একাধিক চালান নিয়ে আসার পর ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও, নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা,তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির পৃথক পৃথক অভিযানে বিজিবি টহল দল বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় (বিদেশি) মদ জব্দ করে। জব্দকৃত মদের মূল্য প্রায় ১২ লাখ ৮২ হাজার ৫’শটাকা।